নিজস্ব প্রতিবেেদক :-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁঁর ৭৩ বছরের বণ্যাঢ্য জীবনে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন টানা ৩৮ বছর ধরে। বিশ্বের সব থেকে বেশি সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা নারী রাজনীতিবিদদের মাইলফলক ও এখন তাঁর দখলে। প্রজ্ঞা, দুরদর্শিতা, বিচক্ষণতা আর সাহসী নেতৃত্ব গুণের কারণে দেশের গন্ডি ছাড়িয়ে শেখ হাসিনা এখন নিজেকে আসীন করেছেন বিশ্বনেতৃত্বের কাতারে। সোমবার বিকেলে নগরীর আন্দরকিল্লাস্থ নগর ভবন চত্বরে শেখ হাসিনা জন্মোৎসব উদ্যাপন পরিষদ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে দু’দিনব্যাপী নান্দনিক সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে বরেণ্য বুদ্ধিজীবি, কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত এসব কথা বলেন। তিনি আরো বলেন বাঙালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভাপতির ভাষণে আয়োজক পরিষদের কো-চেয়ারম্যান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী
বলেন অসাম্প্রদায়িক দেশ গড়তে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি অতীতেও অনেকবার মাথাচাড়া দিয়ে উঠে। যখনই সুযোগ পায় তখনই ঐ অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চায়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৭১’র পরাজিত শক্তি ঐ শক্তিকে দমন করা হয়েছে। এটি অব্যহত রাখতে হবে।
স্বাগত বক্তব্যে শেখ হাসিনা জন্মোৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিদ বলেন সাম্প্রদায়িকতা কোথা থেকে শুরু হয়েছে, সেটা জানতে হবে। ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর চেতনাকে কবর দিয়ে নতুন চেতনার সৃষ্টি করা হয়েছিল। ঐ সময়কে ভুলে গেলে চলবে না। সে
সময়ের কথা স্মরণ করেই আমরা অসাম্প্রদায়িক দেশ গড়ার চেষ্টা করব।
তিনি আরো বলেন নতুন প্রজন্মকে জানাতে হবে রাজনৈতিক ও সামাজিক মুক্তির জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু রাজনৈতিক মুক্তি পেলেও এখনও সামাজিক মুক্তি মেলে নি। শুভেচ্ছা বক্তব্যে বঙ্গবন্ধু
সাংষ্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম বলেন, আমাদের চারপাশে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু আমাদের মানসিকতার উন্নয়ন হচ্ছে না। এটা হচ্ছে না কেন সেটা জানি না। সবাই এ বিষয়ে নজর দেওয়া উচিত।
সাংস্কৃতিক কর্মী ও নগর ছাত্রলীগ নেতা মিথুন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মোৎসবের আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন আয়োজক পরিষদের প্রধান সমন্বয়কারী এম এ মান্নান শিমুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ
সভাপতি হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন, নগর যুবলীগের সদস্য সুমন দেবনাথ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম, সমাজসেবক সুমন সাহেদ সিদ্দিকী, ইঞ্জিনিয়ার রাশেদুর রহমান মিলন, এড. সৈয়দ মোহাম্মদ খোরশেদ আলম হেলাল, মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল কালাম, যুবনেতা আহমদ উল্লাহ চৌধুরী, নগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুজিত দাশ, এড. কামরুল আজম চৌধুরী টিপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক চৌধুরী, রুবেল আহমেদ বাবু,
এড. টিপুশীল জয়দেব। শেখ হাসিনা জন্মোৎসবের একক সঙ্গীত পরিবেশন করেন বেতার ও টেলিভিশন শিল্পী জুলেখা জুলি, বিউটি দাশ, ফারজানা নিশি, রিফাত লিজা, সুবর্ণা বড়ুয়া , কথা চৌধুরী।
দলীয় নৃত্য পরিবেশন করেন দ্যা স্কুল অব ফোক ড্যান্স।