মোঃ নাসিম, নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ) :-
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাংবাদিক মোস্তাক হোসেন স্মৃতি পদক পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট সাংবাদিক, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফয়সাল আজম অপু।
বিশিষ্ট লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও নতুনধারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামীম আহমেদ’র লেখা “সাংবাদিক মোাস্তাক হোসেন একটি যুগের প্রতীক” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পদক তুলে দেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী।
অনুষ্ঠানে সাংবাদিক ফয়সাল আজম অপুসহ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় আরো ৪ জন সাংবাদিককে এই পদক প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও লেখকসহ অন্যান্যরা।
এই পদকপ্রাপ্তি নিয়ে চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট সাংবাদিক ফয়সাল আজম অপু জানান, সাংবাদিক মোস্তাক হোসেন স্মৃতি পদক পেয়ে আমি খুবই আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এই পদক সাংবাদিকতায় আমাকে আরো এক ধাপ এগিয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে দায়িত্ব ও কর্তব্যবোধ। সৎ, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই পদক। এসময় জেলার সকল সাংবাদিক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান সাংবাদিক ফয়সাল আজম অপু।