আরফানুর রহমান:-
‘নিরাপত্তায় আস্থার ঠিকানা’ এই শ্লোগান নিয়ে পথচলার ৪১ বছর পার করলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ।
১৯৭৮ সালে যাত্রা শুরু করা সিএমপি’র ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ৩ ডিসেম্বর।
এ উপলক্ষে গত (৩ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর হালিশহর থানা পুলিশ কর্তৃক আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠানের। এতে আমন্ত্রন জানানো হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে।
এসময় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার স্রিমা চাকমা বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম, কাউন্সিলর প্রার্থী
লায়ন মোহাম্মদ ইলিয়াছ, কাউন্সিলর প্রার্থী হাজী জহিরুল আলম, হালিশহর আওয়ামী লীগ নেতা আশফাকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শমাজ সেবক বায়জীদ নেওয়াজ, চট্টগ্রাম কেন্দ্রীয় বেসরকারী কারা-পরিদর্শক আজিজুর রহমান আজিজ, যুবলীগ নেতা ফারুক, বি এম এস এফ র কেন্দ্রীয় সদস্য সোহাগ আরেফিন, বি ব্লক ব্যবসায়ী কল্যান পরিষদের সভাপতি নাহিদ মজুমদার, এছাড়াও রাজনীতিবিদ, ব্যবসায়ী, আইনজীবী, মুক্তিযোদ্ধা, ছাত্র সংগঠন, যুব সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ম শ্রেণি-পেশার মানুষ।
এই অংশগ্রহণে সেই সময় মুখরিত হয়ে ওঠে হালিশহর থানা প্রাঙ্গণ।
হালিশহর থানার অফিসার ইনচার্জ এস এম ওবায়দুল হক এর মাধ্যমে প্রমান করলেন-জনগণের সঙ্গে পুলিশের সেতুবন্ধন একটি সম্পর্ক নয় শুধু একটি আস্থার ঠিকানা হয়েও কাজ করবে।
হালিশহর থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম ওবায়দুল হক ও ওসি তদন্ত বদরুল কবির বলেন
পুলিশের সাথে দুরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়াতে হবে। পুলিশের সাথে জনগনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং হালিশহর থানা কে চট্টগ্রাম এর একটি মডেল থানা হিসেবে গড়ে তুলতে চান তারা।
শেষে কেক কাটা, নৈশ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে দিয়ে হালিশহর থানা সিএমপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সমাপ্তি হয়।