নিজস্ব প্রতিবেদক :-
স্বপ্নিল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ। এই স্লোগানে বন্দর নগরী চট্টগ্রামে আরম্ভ হয়েছে আবাসন খাতের সবচেয়ে বড় ১৩ তম রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার।
বৃ্হস্পতিবার দুপুরে নগরীর হোটেল রেডিসন ব্লু বে ভিউর মেজবান হলে চারদিন ব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিডিএর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম কমিটির চেয়ারম্যান ১ দিদারুল হক চৌধুরী, পরিচালক ও চেয়ারম্যান দিতীয় মাহাবুব সোবহান জালাল তানভীর, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য মিজানুর রহমান রেজাউল করিম।
বক্তব্য শেষে ফিতা কাটার মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। পরে সিটি মেয়র ও অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় আর্থিক প্রতিষ্ঠান ও বিল্ডিং ম্যাটেরিয়ালসহ সর্বমোট ৭৩ টি স্টল বরাদ্দ হয়।