নিজস্ব প্রতিবেদক :-
চট্টগ্রাম নগরীতে কথিত সাংবাদিক রায়হান হোসেন নামের এক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে রাতের আধারে পুলিশের যোগসাজশে গাড়ী থামিয়ে চাঁদাবাজী করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ আছে কথিত এই সাংবাদিক নগরীর বারিক বিল্ডিং মোড়ে প্রায় মধ্য রাতে ট্রাফিক পুলিশের সাথে যোগসাজশে বন্দরের মালবাহী ট্রাক কাভার্ডভ্যান হতে গাড়ী প্রতি ১০০ থেকে ২০০ টাকা চাঁদা আদায় করে। এমন অভিযোগের তথ্য পেয়ে দৈনিক চৌকস পত্রিকার চট্টগ্রাম ব্যুরো কামরুল হাসান ও তার ফটো সাংবাদিককে নিয়ে অভিযোগের সত্যতা যাচাই করতে গত ৯/২/২০ইং সোমবার মধ্যরাতে ঘটনা স্থলে অবস্থান নেয়। ঐ মুহুর্তে কথিত সাংবাদিক রায়হান হোসেন তাদের উপস্থিতি টের পেয়ে চৌকস পত্রিকার ব্যুরো কামরুল হাসানের কাছে দৌড়ে আসে এবং তার সাথে বাকবিতণ্ডা শুরু করে।
এমতাবস্থায় সাংবাদিক কামরুল তার পরিচয় জানতে চাইলে সে প্রথমে নিজেকে দৈনিক দেশকাল পত্রিকার সাংবাদিক পরিচয় দেয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে কথিত সাংবাদিক রায়হান হোসেন বন্দর জোনের দায়িত্বরত টি আই প্রশাসন মশিউর রহমানের দোহাই দিয়ে কামরুল হাসানকে বলে যে, টি আই মশিউর রহমান তাকে বারিক বিল্ডিং মোড়ের দায়িত্ব দিয়েছে। কোন সাংবাদিক গেলে টি আই প্রশাসনকে খবর দেয়ার জন্য।
এ বিষয়ে বন্দর জোনের টি আই প্রশাসন মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান।
আরো খোজ নিয়ে জানা যায়, দৈনিক দেশকাল পত্রিকায় রায়হান হোসেন নামের কোন সাংবাদিক নেই, যদি সে পরিচয় দিয়ে থাকে তাহলে পুলিশের কাছে সোপর্দ করার জন্য জানান দেশকাল কর্তৃপক্ষ।
চলবে,,,,,,,