শুভ সকাল ডেস্ক:-
কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে আটকের পর উলঙ্গ করে নির্যাতন করা হয়েছিল বলে জানান নির্যাতনের শিকার এই সাংবাদিক।কারাগার থেকে বেরিয়ে তিনি তার নির্মমতার কথা বর্ননা করছেন।আরো বলেছেন নির্যাতনের সাথে জড়িতদের নামও।
জামিনে বেরিয়ে যা বললেন সাংবাদিক আরিফ,,,,,,,,
জামিনে মুক্ত হওয়ার পর বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান নির্যাতনের বর্ণনা দিয়েছেন। আরিফ বলেন, ‘দরজা ভেঙে ঘরে ঢুকেই আরডিসি নাজিম উদ্দিন আমার মাথায় কিল-ঘুষি মারতে শুরু করেন। মারতে মারতে আমাকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে চোখ-হাত-পা বেঁধে ফেলা হয়। এরপর আমাকে অজ্ঞাত স্থানে নিয়ে এনকাউন্টার দিতে চায়। আমাকে বারবার বলে, তুই কলেমা পড়ে ফেল, তোকে এনকাউন্টার দেওয়া হবে। এ সময় আমি অনেক অনুনয় বিনয় করি। আমি আমার প্রাণভিক্ষা চাই। বলি, আমার বাবা-মা নেই, আমার দুটি সন্তান আছে। আমাকে যেন না মেরে ফেলা হয়। মেরে ফেললে আমার বাচ্চা দুটি এতিম হয়ে যাবে। পরে তারা আমাকে গাড়িতে করে একটি ভবনে নিয়ে যায়। আমি চোখের কাপড় একটু খুলে বুঝতে পারি এটা ডিসির কার্যালয়। আবার নাজিম উদ্দিনের নেতৃত্বে আমাকে একটি কক্ষে নিয়ে বিবস্ত্র করে। এরপর বেধড়ক মারধর করে বলে তোর ভিডিও করে রাখছি। এ সময় আমাকে গালাগাল করা হয়। এ সময় নাজিম উদ্দিন বারবার আরেকজনকে বলছিলেন, ডিসি স্যারকে ফোন দাও, মেসেজ দাও। কী করবো সেটা বলতে বলো?’
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পুরো নাটকের সাথে জড়িতদের বিচার চায়। আর তাই আগামিকাল দেশব্যাপী বিচারের দাবিতে সকল জেলা-উপজেলায় প্রতিবাদ চলবে বলে জানান বিএমএসএফ কেন্দ্রীয় নেতারা।