জুনায়েদ হাসান:-
নগরীর ১২ নং সরাইপাড়া ওয়ার্ড়ের কাউন্সিলর প্রার্থী সাইফুল আলম চসিক নির্বাচন পেছানোর জোর দাবী জানিয়েেছেন। তিনি শুভ সকাল কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।
তিনি বলছেন, চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া নভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। সর্বশেষ করোনা ভাইরাস চলে এসেছে বাংলাদেশেও। বাংলাদেশে করোনায় একজনের মৃত্যুও হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে চট্টগ্রামেও এটি প্রভাব বিস্তার করেছে।
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের মাঝেও করোনা ছড়িয়ে পারতে বলে মনে করছেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থী সাইফুল আলম। তাই তিনি নির্বাচন কর্মকর্তার উদ্দেশ্যে নির্বাচন পেছানোর জোর দাবী জানিয়েছেন।
তিনি জনগনের উদ্দ্যেশ্যে বলেন, করোনা নিয়ে আতংকিত না হয়ে সচেতন হউন। চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ কাজ ছাড়া বাহিরে না যাওয়ারও পরামর্শ দেন তিনি।