নিজস্ব প্রতিবেদক :-
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার পর এখন বাংলাদেশেও প্রকোপ পড়েছে এটির। মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে পুরো দেশ যখন অঘোষিত লকডাউন, তখন জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের কথা চিন্তা না করে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে সংবাদকর্মীরা। কিন্তু দু:খ জনক হলেও কথা সত্য, অনেক সাংবাদিক পরিবার আজ অসচ্ছল ভাবে হতাশায় দিন পার করছে।
এসব দিক বিবেচনা করে সাংবাদিকদের প্রাণের সংগঠন বিএমএসএফ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে নগরীর প্রায় ২০ সাংবাদিক পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরন করেন সংগঠনটি।
সোমবার বিকেল ৩ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চট্টগ্রাম জেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির সভাপতি কে এম রুবেল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুনায়েদ হাসানের নেতৃত্বে সাংবাদিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি খলিলুর রহমান , যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফ, এসটিভি সম্পাদক শহিদুল ইসলাম এবং সহ অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত প্রমুখ।