করোনা ভাইরাস এর প্রভাবে সৃষ্ট মহামারী ও দুর্যোগপূর্ন পরিস্থিতিতে অসহায় দুস্থ, ভাসমান ও ছিন্নমূল মানুষদের মাঝে ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কাশিমপুর থানা পুলিশ।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান সাহেবের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
০৪ এপ্রিল শনিবার সকাল ১০.০০ টা হতে কাশিমপুর থানা প্রাঙ্গন, জিতার মোড়, জিরানী বাজার, সুরাবাড়ী, বাগবাড়ী সহ অত্র থানার বিভিন্ন এলাকায় অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষদের মাঝে এই ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
অসহায় দুস্থ, ভাসমান ও ছিন্নমূল মানুষদের হাতে ত্রাণ খাদ্য সামগ্রী তুলে দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী জোন এর সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আহসানুল হক এবং কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান।
খাদ্য সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন কাশিমপুর থানার ওসি তদন্ত জনাব মোঃ রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার (এসআই) জনাব সাইদুল ইসলাম সহ কাশিমপুর থানার অফিসার ও ফোর্স বৃন্দ।
বিজ্ঞপ্তি :