চট্টগ্রামের হালিশহর রংগীপাড়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও নিম্ন আয়ের প্রায় ১০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
শুক্রবার রাতের আঁধারে কোন জনসমাগম ছাড়াই গোপনে বাড়িতে বাড়িতে গিয়ে রংগীপাড়া ফ্রেন্ডস ক্লাবের সেচ্ছাসেবী তরুনরা এই ইফতার সামগ্রী পৌঁছে দেয়।
এ বিষয়ে ক্লাবের সভাপতি মিজানুর রহমান রিজভী বলেন, আমরা ছোট্ট পরিসরে এই উদ্যোগ নিয়েছি, আমাদের এলাকায় এখনো পরিবার কস্টে দিন পার করছে, আমরা চেস্টা করেছি সামর্থ্য অনুযায়ী তাদের ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দিতে।
ক্লাবটির সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, আমাদের নিজস্ব অর্থায়নে ও কিছু সামর্থবান ব্যক্তির সহায়তায় আমরা আপাতত ১০০ পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছি, আরো সহযোগীতা পেলে পরবর্তীতে ঈদসামগ্রীও দিতে পারবো।
এই সময় সেচ্ছাসেবী কাজে সার্বিক সহযোগীতা করে ক্লাবের তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক জুনায়েদ হাসান। সেচ্ছাসেবী কাজে অংশ নেই, রাকিব, সুমন, সাইদি, খালেক,রিপন, মুরাদ, সোহাগ, আশিক, জাকির, মিলাত সহ প্রমুুখ।
বিজ্ঞপ্তি :