এমরান হোসেন সুজন, চট্টগ্রাম :-
পণ্যের বেশি দাম নেওয়া ও সমাজিক দূরত্ব বজায় না রাখার অভিযোগে প্রায় ২ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০ টি ভ্রাম্যমান আদালত।
রমজানের প্রথম দিনেই ৫৮ টি মামলায় এ জরিমানা আদায় করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান , পাইকারি বাজার নিয়ন্ত্রণ থাকলে খুচরা দাম স্বাভাবিক ভাবেই কমে আসবে বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, অতিরিক্ত দামে পণ্য বিক্রির প্রমান পাওয়া গেলে ভ্র্যাম্যমান আদালত এর মাধ্যমে অভিযান চালানো হবে। তাই প্রতিদিন সকাল -বিকাল অভিযান পরিচালনা করা হচ্ছে এবং করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সমাজিক দূরত্ব নিশ্চিতে এ অভিযান পরিচালিত হচ্ছে।
জেলা প্রশাসনের সূত্র জানা যায় , নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন নগরীর খাতুনগঞ্জে পাইকারি বাজার অভিযান চালিয়ে চাল,ছোলা, ডাল, খেজুর, পিয়াজের মৃল্য তালিকা প্রদ্রর্শন না করা ও তালিকা অধিক মৃল্য পণ্য বিক্রির অভিযোগে ১৫ টি মামলায় ১ লক্ষ ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইশমাম ৮ টি মামলায় ৫৪ হাজার টাকা, সিনিয়র সহকারী কমিশনার নাজমুন নাহার মুদি ১২ টি মামলায় ৪৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন।
নগরীর পাঁচলাইশ খুলশী, বায়েজিদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ১১ হাজার টাকা জরিমানা করেন এবং পাহাড়তলী, আকবরশাহ, হালিশহর, লকডাউনে পুরো সময় দোকান খোলা রাখার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন ২০ হাজার টাকা সহ ৫ টি মামলায় ২৮ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন ও সিনিয়র সহকারী কমিশনার চাই থোয়ইলা চৌধুরী একটি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করেন।