হাসনাবাদের তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ফটিকছড়ির তরুণ উদ্যোমি ও পুরষ্কারপ্রাপ্ত ইউএনও সায়েদুল আরেফিন বলেন অব্যাহত থাকুক কোভিড-১৯ মোকাবেলায়। তিনি বলেন, ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হাসনাবাদ সবচেয়ে বড় গ্রাম এবং শিক্ষিতের হার সবচেয়ে বেশি এখানে ।
হাসনাবাদ করোনা সাপোর্ট সেন্টার, আমিনুর রহমান ফাউন্ডেশন, আজলা পাড়া তরুণ ক্লাব এবং ব্যাক্তি উদ্যেগে মাহবুবুল আলম, হাসান সামসুদ্দিন, সালেহ আহমাদ, মাওঃ আবুল খায়ের এমন উদ্যোগেই রোজার আগে প্রথম ধাক্কার ১৫০০ ত্রাণ অসহায় মানুষদের মাঝে দেয়া হয়েছে সরকারি সাহায্যের পাশাপাশি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হাসনাবাদ গ্রামের প্রায় ৪৬০ টি অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয় ’’হাসনাবাদ করোনা সাপোর্ট সেন্টার’ নামে একটি ফেইসবুক প্ল্যাটফর্ম। ২নং দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম, দুই ওয়ার্ড মেম্বার এলাকার সকল স্তরের শ্রেণি পেশার মানুষ তরুণ প্রজন্মের এই উদ্যোগকে সফল করেন।
হাসনাবাদ গ্রামে জনসংখ্যা প্রায় ১০ হাজারেরও অধিক। প্ল্যাটফর্মটির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন বলেন,’ গ্রামের এত ত্রাণের পরেও এখনো অনেক মানুষ কষ্টে ,সামনে রমজান, লকডাউন দীর্ঘ হচ্ছে,তাই সবার উচিত আরো এগিয়ে আসা এবং মূল উদ্যোক্তা (ইউইএসটিসি)’র শিক্ষার্থী জহির রায়হান বলেন, “সাধারণত গ্রামের ছেলেরা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক শেষে বিশ্ববিদ্যালয় পড়তে শহরে চলে যায়। করোনায় লকডাউনে সবাই গ্রামের ৬০-৭০% গরিব মানুষদের প্রতি দায়বদ্ধতা থেকেই সমন্বিত উদ্যোগ।
হাসনাবাদ মদীনাতুল আরব উচ্চ বিদ্যালয় ও হাসনাবাদ আহসানুল উলুম ইসলামিয়া দাখিল
মাদ্রাসা দুই প্রতিষ্ঠানের প্রাক্তন দল,মত, ধর্ম সব শ্রেণির শিক্ষার্থীরা মিলে এই উদ্যোগে এক হয়ে
অনন্য নজির স্থাপন করে।
ফেইসবুক প্ল্যাটফর্মে সার্বিক সমন্বয়ে ছিলেন, আরমান,জাহেদ হোসেন,কোরবান আলি,রিয়াদ আরেফিন,ইরফাত পারভেজ,নাহিদ,পারভেজ উদ্দিন, ইলিয়াছ,নাইমুল শুভ,কায়সার হামিদ,আব্দুল্ল্লাহ নোমান,ওসমান, আজাদ প্রমুখ।
বিজ্ঞপ্তি :