জে আর জিতু (মীরসরাই, চট্টগ্রাম) :-
বিশ্বে মৃত্যুফাঁদ করোনার ভয়াবহ এ পরিস্হিতিতে মানবতার কল্যাণে মীরসরাইয়ে ৬ নং ইছাখালী ইউনিয়ন আবুরহাট উচ্চ বিদ্যালয়ের ২০০৭ ব্যাচ এর উদ্যােগে ত্রাণ বিতরণ করা হয়। ০১ মে শুক্রবার সকাল ৯ টায় আবুরহাট কেন্দ্রিক নিকটস্হ কয়েকটি গ্রামে নিম্নবিত্ত ও মধ্যবিত্তে মোট ১২৫ টি পরিবারের মাঝে নিত্যপণ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দেন উক্ত ব্যাচের সকল প্রাক্তন ছাত্ররা।
এ সময় উপস্হিত ছিলেন ২০০৭ ব্যাচ এর ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রুমন। সাইদুল নিশান, আকতার হোসেন, আরিফ ভুইয়া,আরিফুল ইসলাম , আইয়ুব নবী আলম, মোরশেদুল ইসলাম, জাহেদ, নয়ন, ফরহাদ কামাল, মেজবা, নুরুউদ্দিন, সোহেল সহ প্রমুখ।
মোরশেদুল ইসলাম বলেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা সফল হয়েছে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন ভবিষ্যতে যেকোনো ভালো কাজ কিংবা মানবতার কল্যাণে সবসময় আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে।