নিজস্ব প্রতিবেদক :-
মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকার যখন লকডাউন ঘোষণা করেন , তখন দেশকে ভালবেসে দেশের মানুষকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে করোনা যুদ্ধে অংশ নেয় বাংলাদেশ পুলিশের সদস্যরা। কিন্তু প্রাণঘাতী এই যুদ্ধে প্রাণ দিতে হল এই যোদ্ধার। এর আগেও চার পুলিশ সদস্য এই যুদ্ধে শহীদ হন।
করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখ যোদ্ধা বাংলাদেশ পুলিশের আরও একজন সদস্য এসআই/সুলতানুল আরেফিন (৪৪) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ সকাল ০৬:৫৩ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
এ নিয়ে বাংলাদেশ পুলিশের মোট ০৫ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
এসআই সুলতান ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট(পশ্চিম) বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলায়।
করোনা যুদ্ধে শহীদ হওয়া নির্ভীক এই পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম মহোদয়।
তিনি বলেন, তাঁর মৃত্যু করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে আমাদেরকে আরো বেশি শক্তি যোগাবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।