প্রেস বিজ্ঞপ্তিঃ-
চট্টগ্রামের বাকলিয়া থানাধীন মাস্টারপুল বৌবাজার এলাকার মোঃ আলীর কন্যা শিমু বেগম।বর্তমানে নতুন ব্রীজ এলাকার বালু সেল সেন্টার এলাকার নোমান কলেজের সামনে স্বামী ওমর ফারুক সহ তার বসবাস। গত ৪ মে শনিবার পুর্বকোণ পত্রিকায় শিমু বেগম ও তার স্বামী ওমর ফারুকের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী হিসেবে সংবাদ প্রকাশিত হয়। উল্লেখ্য প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াড ও ভিত্তিহীন বলে উল্লেখ করে শিমু বেগম এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
গত ৭ মে মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় বিএমএসএফ চট্টগ্রাম চৌমুহনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিমু বেগম এই প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান ,আমার স্বামী একজন টেম্পু চালক, আর আমি একজন গৃহিণী, আমরা বেশ ভালোই আছি, আমাদের সংসার মোটামুটি চলে যায়,কিন্তু কিছু ভুমিদস্যু প্রতারক আমাদের হয়রানী করার জন্য এসব করিয়েছে।তিনি আরো জানান , দীর্ঘদিন যাবৎ আমি কিছু জায়গা সংক্রান্ত বিষয়ে বেশ ঝামেলায় আছি , এই সুবাদে আমার একই এলাকার বাসিন্দা জসীম নামের এক প্রতারক আমার জায়গার সমস্যা সমাধানের নামে প্রায় ২ লাখ টাকা হাতিয়ে নেয় , কিন্তু এর পরেও আমি কোন সুরাহা পায়নি। ক্রমান্নয়ে কথিত প্রতারক জসীম আমার কাছে জায়গা সমস্যা সমাধানের নামে পুনরায় টাকা চাইলে আমি টাকা দিতে অস্বীকৃতি জানাই এবং পুর্বে দেয়া টাকা ফেরত চাই। এতে আমার টাকা ফেরত না দেয়ার জন্য জসিম আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে এবং টাকা চাইলে ইয়াবা ব্যবসায়ী বলে পত্রিকায় ছাপিয়ে দিবে বলেও হুমকি দেয়, আমি ধারনা করছি প্রতারক জসীম ও তার এক বন্ধুর সহযোগীতায় আমি ও আমার স্বামীর বিরুদ্ধে এমন মিথ্যা সংবাদ প্রকাশ করেছে,যা আদৌ সত্য নয়।
উল্লেখ্য যে, কথিত প্রতারক জসিমের এক সহযোগী নিজেকে সংবাদকর্মী পরিচয় দিয়ে দাপিয়ে বেড়ায় বলে জানান ভুক্তভোগী শিমু বেগম। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের সুষ্ঠ তদন্তের দাবী জানান তিনি।