নিজস্ব প্রতিবেদক :-
মানবিক সমাজ সেবামূলক সংগঠন অঙ্গীকার বাংলাদেশের পক্ষ থেকে প্রায় ৪০ জন অসচ্ছল সাংবাদিককে প্রয়োজনীয় মাক্স সহ সংকটকালীন উপহার সামগ্রী প্রদান করলেন সংগঠনের চেয়ারম্যান ক্যাপ্টেন আতিক খান।
১৭ মে রবিবার বিকেল ৩ টায় নগরীর চেরাগী পাহাড় (সাংবাদিক পাড়া) এলাকায় সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময় অঙ্গীকার বাংলাদেশ এর সভাপতি ক্যাপ্টেন আতিক খান বলেন, সাংবাদিকরা জাতির মাধ্যম। সাংবাদিকরা সমাজের দর্পন। সাংবাদিক তথা মিডিয়ার মাধ্যমে আমাদের কার্যক্রম গুলো সহজে জাতির কাছে পৌঁছায়। আমাদের এই সংগঠন মানব কল্যাণ মুলক অনেক কাজ করে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস জনিত সংকটে আয়হীন হয়ে পড়া অসহায় জনগনকে প্রতিদিন সংকট কালীন খাদ্য সহায়তা প্রদান করছে। দেশব্যাপী আমাদেরসংগঠনের কার্যক্রম বিদ্যমান রয়েছে।
তিনি সাংবাদিকদের সামনে বাংলাদেশ এর জন কল্যাণমুখী কার্যক্রমের অংশবিশেষ তুলে ধরেন এবং প্রচার প্রসারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি জানান, আজকেও অঙ্গীকার বাংলাদেশের পেইজে, গ্রুপে এবং মোবাইলে আসা বিভিন্ন অভাবগ্রস্থ মানুষের অনুরোধে প্রায় ৫০০ এর মত নিম্নমধ্যবিত্ত আর মধ্যবিত্ত পরিবারে কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে সংস্থার স্বেচ্ছাসেবকরা। দুর্যোগকালীন এই সেবা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সবসময় সেবামুলক এসব কার্যক্রমে অংশ নেন অঙ্গীকার বাংলাদেশ এর সদস্য আতিক উল আজম খান, শহীদুল ইসলাম মামুন, নাজিম উদ্দীন রিফাত,মোহাম্মদ হেমায়েত উদ্দিন ডেনিম,মোহাম্মদ মোস্তফা আকবর চৌধুরী, ওয়াসিম আকরাম, ইমতিয়াজ আহমেদ, গিয়াস উদ্দিন রনি,সানাউল্লাহ শুভ,জাবেদুল ইসলাম,আকাশ,নাদিম মোস্তফা, শাহরিয়ার মাহমুদ ঈশাদ,আল আমিন,আরেফীন আসিফ,সাজিদুর রহমান,সোহাগ খান,সাগর,জাহিদ হোসেন,রাব্বি।