শুভ সকাল ডেস্ক:-
করোনা দুর্যোগে বহুমানবিক গল্প যেমন আছে, তেমনি বাড়ছে নিষ্ঠুরতাও। সবচেয়ে বড় করুণ
গল্প জমা হচ্ছে পরিবারে। এই যেমন, চট্টগ্রামে বাবার মরদেহ ফেলে পালিয়ে গেল নিজের
সন্তানরা। ঘটনাটি বুধবার বেলা আড়াইটার দিকে ঘটে নগরীর পাঁচলাইশ কাতালগঞ্জে বেসরকারি
পার্কভিউ হাসপাতালে।
পুরো ঘটনাটির বর্ণনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন হাসপাতালের হেড অব এক্সিডেন্ট
এন্ড ইমার্জেন্সি ডাক্তার এনামুল কবির তানভির।
তিনি লিখেছেন, ‘হঠা একজন এসে বললো, স্যার আমার বাবার অবস্থা খুব খারাপ। আমি বললাম, এখনি নিয়ে আসুন। আসার সঙ্গে সঙ্গে ডা. রিয়াদ মুনতাসির ও নার্সরা রোগীর ভাইটাল দেখছিলো আর ইতিহাস নিচ্ছিলো। আমি অন্য আরেকটি রোগীকে দেখে আসার পর দেখলাম ঐ রোগিটা ‘মৃত’। ইতিহাস অনুযায়ী, রোগিটি বাসায় অবস্থানকালেই মারা যায়। তারপর, ব্যাপারটা রোগীর সঙ্গে আসা লোকদের জানালাম এবং তাদের জানালাম রিপোর্ট করে কনফার্ম করে
দিচ্ছি। এরপর আপনারা নিয়ে যেতে পারবেন।
রিপোর্ট করতে হয়তো সর্বোচ্চ ৩ মিনিট লাগল। এর মধ্যেই রোগীর সাথে আসা সন্তান ও আত্মীয়রা
পালিয়েছে। পালানোর সময়রোগীর সাথে নিয়ে আসা হুইল চেয়ারটাও নিয়ে গেলো। কিন্তুনিলনা শুধুমাত্র তাদের বাবাকে।
পরে খবর পেয়ে পাঁচলাইশ থানা থেকে পুলিশের একটি টিম গিয়ে মরদেহটি তার গ্রামের বাড়ি পটিয়ায় পাঠানোর ব্যবস্থা করে বলে জানা গেছে।
মারা যাওয়া ব্যক্তির বিস্তারিত পরিচয় প্রকাশ করতে না চাইলেও ঘটনাটি স্বীকার করেছে পুলিশ।
যদিও ওই ব্যক্তির করোনা ছিল কিনা তা নিশ্চিত করা যায়নি। কেননা, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। ফলে আর টেস্টও হয়নি।