নয়ন রহমানঃ-
চট্টগ্রামের অন্যতম মিডিয়া সংগঠক ও সাংস্কৃতি কর্মী জনী বড়ুয়া পরিচালিত জেবি মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর চেরাগীতে সুপ্রভাত হলে এই ইফতার মাহফিল ও পরিচিতি সভার আয়োজন করা হয়। আশিক আরেফিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল ও পরিচিতি সভা শুরু হয়।
অনুষ্ঠানে জেবি মাল্টিমিডিয়ার উপদেষ্টা সৈয়দা শাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন গীতিকার ও প্রযোজক আবছার উদ্দিন অলি, এসএন টিভির চেয়ারম্যান আবু সাহেদ,সাংস্কৃতিক সংগঠক আহিল সিরাজ, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাঃসম্পাদক নাজিমুদ্দিন এ্যানেল,রুপায়ন এড এর চেয়ারম্যান রুবায়েত, নারী নেত্রী রুমকি সেন গুপ্তা, শুভ সকাল পত্রিকার সম্পাদক জুনায়েদ হাসান,সিটিজি পোস্ট এর সম্পাদক স ম জিয়াউর রহমান, অভিনেতা এম আর বাবু, গীতিকার এম এ আলম শুভ, কোরিওগ্রাফার লিটন দাস লিটু। এসময় জেবি মাল্টিমিডিয়ার সকল সদস্য সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।
ইফতার শেষে কেক কাটার মধ্য দিয়ে জেবি মাল্টিমিডিয়ার পরিচালক জনী বড়ুয়ার জন্মদিন উদযাপন করা হয়।
Discussion about this post