নয়ন রহমানঃ-
গাউসিয়া কমিটি বাংলাদেশ, বড় পুকুর পাড় শাখার আয়োজনে পবিত্র খতমে গাউসিয়া শরীফ দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৭ই মে শুক্রবার বাদ- আছর হইতে নগরীর ঈদগাহ বরফকল সংলগ্ন মেট্রো ইয়াসিন টাওয়ারে এই আয়োজন করা হয়। শায়ের মুহাম্মদ আবু তাহের এর পরিচালনায় পবিত্র খতমে গাউসিয়া শরীফ সম্পন্ন হয় । শেষে মিলাদ কিয়াম, দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন মৌসুমি আবাসিক এলাকা জামে মসজিদের সম্মানিত খতীব জনাব মুফতি মাওলানা মুহাম্মদ আবেদুল করিম সাহেব।
এতে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বড় পুকুর পাড় শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা রাহাবার এন্টারপ্রাইজেরন কর্ণধার হাজী মুহাম্মদ রোখশেদ খান। আর ও উপস্থিত ছিলেন হালিশহর থানা,রামপুর ওয়ার্ড এবং ইউনিট শাখা গাউসিয়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ,পীরভাই এবং এলাকার সম্মানিত জনসাধারণ।