নিজস্ব প্রতিবেদক :-
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন পাহাড়তলী মাস্টার লেইনে আবারো বেড়ে উঠেছে কিশোর গ্যাংয়ের তাণ্ডব। এলাকাবাসী ও দোকানদারদের সাথে কথা বলে জানা যায়, ২৯ তারিখ শনিবার আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে এক্স, ই, এন, কলোনির সম্মিলিত বহিরাগত কিছু সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ৫ জনকে আহত করে। আহতরা হলেন, মোঃ সাদ্দাম, মোহাম্মদ আশরাফুল আলম, রবিন, মোহাম্মদ রবিউল, মোঃ আকাশ।
খোঁজ নিয়ে জানা যায়, এর আগের দিন ২৮ তারিখ রাতে আনুমানিক রাত ১১ টা ২০ মিনিটে ওই সময় হৃদয় নামের এক ব্যক্তি এলাকায় দুই থেকে তিন জনকে রাতে ঘোরাঘুরি করতে দেখে তাদেরকে জিজ্ঞেস করে এত রাতে আপনারা বাহিরে কি ? এর আগেও এলাকায় বেশ কয়েকবার চুরি হয়েছে আপনারা কারা ? এর জবাবে কিশোর গ্যাংয়ের মোহাম্মদ জলিল সহ আরো দুইজন হৃদয়কে বলেন, তুই তোর কাজ কর আমরা আমাদের কাজ করতেছি বলে তারা হৃদয়ের সাথে হাতাহাতি ও কথা কাটাকাটি সহ ধস্তাধস্তি করে , এই বলে জলিল ক্ষিপ্ত হয়ে আরো বলে তোকে আমি দেখে নিব এটি বলে তারা চলে যায়।
পরের দিন সন্ধ্যায় কিশোর গ্যাংয়ের চল্লিশ পঞ্চাশ জনের একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং এসে হৃদয়কে খুঁজতে এসে তার সাথে বসে থাকা মোঃ রবিন ও রবিউল ও মোঃ সাদ্দাম কে অতর্কিত দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয় গুরুতর অবস্থায়। এমন অবস্থায় একটি মোবাইলের দোকানে ভাঙচুর চালায় এবং বেশ কিছু মোবাইল লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন চলছে।
স্থানীয়রা আরো জানায় , এই কিশোর গ্যাংয়ের চক্রটি প্রায় মাসখানেক আগেও আর ,এন ,বি কে কুপিয়ে জখম করে, পরে জামিনে এসে এসব তাণ্ডব আবার চালাতে থাকে।
বিশ্বস্ত সুত্রে কিশোর গ্যাংয়ের কিছু নাম জানা যায়,যাদেরকে কুপিয়েছে তাদের বক্তব্য অনুযায়ী কিশোর গ্যাংয়ের মোঃ সোহাগ, মোহাম্মদ সজল মোহাম্মদ শিপন , সুমন, মাকসুদ, খলিল। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী তাদের কাজ হচ্ছে মাদক ব্যবসায়ী থেকে শুরু করে রাতের আঁধারে তারা দোকানপাট লুটপাট করে। তারা কথিত বড় ভাইয়ের পাওয়ারে চলে বলে কেউ কিছু বলার সাহস পায় না।