লিটন মজুমদার (বরুড়া ) :-
কুমিল্লার বরুড়া উপজেলায় ০৫ নং ঝলম ইউনিয়নের ডেউয়াতলী গ্রামের বিশিষ্ট মৎস খামারী মো: সফিউল্লাহ খন্দকার এর মৎস খামারে পূর্ব শত্রুতার জের ধরে গত ২৯-০৮-২০২০ ইং রোজ শনিবার আনুমানিক দুপুর ১:০০ ঘটিকার সময় একদল দুর্বৃত্ত অতর্কিত চালিয়ে ব্যাপক ভাংচুরের অভিযোগ উঠেছে।
উল্লেখ্য যে, তাহার দশটি-বিশটি সিসি টিভি ক্যামেরা, বিদ্যুৎ এর সংযোগ বিছিন্ন, বসত ঘড়, পিক আপ ভ্যান, মোটর সাইকেল, মাছের খাদ্যসহ ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক দশ লক্ষ টাকা বলে তিনি দাবী করেছেন।
সরেজমিনে গিয়ে ভুক্তভোগীর সাথে আলাপ করে জানা যায়, একই ইউনিয়নেরষোলাপুকুরিয়া গ্রামের বাসিন্দা মো: সফিক মিয়ার সহিত দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছে। ভুক্তভোগী ঘটনার পর পর তার চাচাত ভাই জহিরুল ইসলাম, পিতা : মৃত
আব্দুল জব্বার বাদী হয়ে বরুড়া থানায় মো: সফিক মিয়া, পিতা : অজ্ঞাত, সহ আরো অজ্ঞাত ৪/৫জনকে বিবাদী করে এই হামলার প্রেক্ষিতে একটি অভিযোগ দায়ের করেন।
বরুড়া থানার এসডিআর নাম্বার : ১৪৫৬। তারিখ : ৩০/০৮/২০২০ ইং। বিষয়টি সম্পর্কে বরুড়া থানার অফিসার ইনচার্জ সত্যজিৎ বড়ুয়া জানার পরপরই তাৎক্ষনিকভাবে উক্ত থানার চৌকশ পুলিশ সাব-
ইন্সপেক্টর মো: মেহেদী হাসানকে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তদন্তভার প্রদান করেন।
ঘটনার বিস্তারিত জানতে তদন্ত কর্মকর্তা মেহেদী হাসানের সহিত মুঠোফোনে আলাপ করলে তিনি বিষয়টি নিখুঁতভাবে তদন্ত করবেন বলে আশ্বাস
প্রদান করেন। এমনকি, উভয় পক্ষকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না করার জন্য নির্দেশ প্রদান করেন। অন্যথায়, তাদের উভয়ের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্কতা প্রদান করেন।
সরেজমিনে আরো জানা যায়, বিষয়টি এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন স্থানীয়ভাবে সমাধান করার জন্য চেষ্টা করছেন।