নিজস্ব প্রতিবেদক :-
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর এলাকায় রাজারহাট বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী কার্যক্রম এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছে মুসলিম উদ্দিন নামে এক কথিত সন্ত্রাসী ।
রাজারহাট বাজার পুরানো ঐতিহ্যবাহী বাজার। ব্যবসায়ীদের দাবি, কথিত সন্ত্রাসী ও চাঁদাবাজ দীর্ঘ দিন ধরে তাদের উপর জুলুম নির্যাতন করে আসছে। এক ব্যবসায়ী চাঁদা দিতে অসম্মতি জানালে মুসলিম উদ্দিন ও তার সন্ত্রাস বাহিনী মারধর করে ব্যবসায়ীকে । অন্যান ব্যবসায়ীরা ও প্রতিবাদ করতে চাইলে তাদের পরিবার কে সহ মেরে ফেলার হুমকি ধুমকি দেয় এই কথিত সন্ত্রাসী ।
এমতাবস্থায় রাজারহাট বাজারে কোন ক্রেতা বা সাধারণ জনগণ বাজার করতে আসতে ভয় পাচ্ছে এবং দিন দিন বাজারের অবস্থা অবনতি হচ্ছে বলে অভিযোগ রয়েছে ব্যসায়ীদের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, যদি এভাবে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালায় তাহলে আমরা ব্যবসায়ীরা পথে বসে যাবো। আর রাজারহাট বাজারের অবস্থা দিন দিন অবনতি হচ্ছে বলেও জানান তিনি। ব্যবসায়ীদের অভিযোগ, আমরা দীর্ঘদিন ধরে এই অত্যাচার সহ্য করে আসছি এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে চট্টগ্রাম রেজ্ঞ ডি.আই.জি বরাবর অভিযোগ দাখিল করি।
রাজারহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির এক বর্ধিত সভার রেজুলেশনে সকলে একমত পোষণ করে সিদ্ধান্তমতে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান সভায়।
সভা শেষে রাজারহাট বাজার পরিচালনা কমিটি ও ব্যবসায়ীদের একমত পোষণ করার পর সবাই গণস্বাক্ষর করেন। এই সন্ত্রাসীর বিরুদ্ধে শামসুল আলম নামে এক ব্যবসায়ী অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে চারজনের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা হলেন ১। মুসলিম উদ্দিন ২। বাছুক্কু ৩। মিজান সিকদার ৪। মোমিনুল ইসলাম প্রঃ শিমুল গংদের বিরুদ্ধে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দাখিল করেন। সি.আর মামলা নং ১৫৪/২০২০। আদালত কর্তৃপক্ষ মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং ২৪ ঘন্টার মধ্যে আদালত কে অবহিত করার জন্য রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ কে এ নির্দেশ দেন বলে জানান ব্যবসায়ীরা ।