নিজস্ব প্রতিবেদক :-
চট্টগ্রামের পতেঙ্গা বিজয়নগরে একটি বেসরকারী কনটেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত হয়েছে ০৩ জন এবং আহত হয়েছে ০২ জন।
০২ সেপ্টেম্বর বুধবার সকাল ১২ টা নাগাদ ইনকন্ট্রেড ডিপুতে, ট্রলি ও পাওয়ারের গেরেজে একটা পাওয়ার ওয়ারলিং করার সময় ওই পাওয়ারের তেলের টাংকি লিক হয়ে, ওয়ারলিংয়ের ছিটকে লিক করা টাংকিতে পড়ে ব্লাস্ট হয়।
এসময় ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। নিহতরা হলেন- মো. নেওয়াজ (২৯), মুক্তার (৩৪) এবং মো. আরমান (৩০)।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়ের সৈয়দ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।