আবু হেলাল, (শেরপুর প্রতিনিধি):-
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারুয়া বাজারের সরকারী জমি দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মানের অভিযোগ এনে বিভিন্ন গনমাধ্যমে গতকাল মঙ্গলবার সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এই প্রেক্ষিতে সংবাদের জের ধরে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নিদের্শে আজ বুধবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা নিবার্হী অফিসার( ইউএনও) রুবেল মাহমুদ সঙ্গীয় উপজেলা ভুমি অফিসার( এসিল্যান্ড) মো. জয়নাল আবেদিন, গৌরীপুর ইউনিয়ন ভৃমি কমর্কতাসহ সরেজমিন তদন্ত পৃবর্ক উক্ত নিমার্নাধীণ স্থাপনা ভেঙ্গে ফেলার নিদের্শ দেন। ইউএনও’ র এ নিদের্শের পর অবৈধ দখলকারী আবু তাহের নিজেই শ্রমিক নিয়ে নিমার্নাধীণ স্থাপনা ভেঙ্গে ফেলেন। ফলে উক্ত সরকারি জায়গাটি অবৈধ দখলকারি আবু তাহেরের হাত থেকে মুক্ত হয়।