মুহাম্মদ আবু হেলাল,(শেরপুর প্রতিনিধি) :-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুর ২টার দিকে শেরপুর জেলা শহরের খরমপুর এলাকার আইডিয়াল ইস্কুল এর সম্মেলন কক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ও বাংলাদেশ যুবলীগ শেরপুর জেলা শাখার আয়োজনে দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামার এর সভাপতিত্বে ও বাংলাদেশ যুবলীগ শেরপুর জেলা শাখার সভাপতি ও কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও শেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক-১ মোঃ হুমায়ুন কবীর রুমান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আক্তারুজ্জামান, শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির সভাপতি মোঃ ছানুয়ার হোসেন ছানু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মিনহাজ উদ্দিন মিনাল চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের তথ্য-গবেষণা সম্পাদক ও শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস কুমার সাহা, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, সহ-সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন হাজারী, শেরপুর জেলা সরকারি কলেজ শাখার সভাপতি শাহিন।
আরো উপস্থিত ছিলেনঅন্যান্যদের মধ্যে যুবলীগ নেতা আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, আব্দুল মতিন, আব্দুল বাতেন, কৃষকলীগ নেতা মাহবুবুর রহমান লিটন, ছাত্রলীগ নেতা আব্দুল কুদ্দুস মোয়াজ, নয়ন তালুকদারসহ আইডিয়াল ইস্কুলের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিনের শুভ সূচনা করেন।