জুনায়েদ হাসান , ( চট্টগ্রাম ):-
অনুষ্ঠিত হয়ে গেল পাহাড়তলী রেলওয়ে বাজার মৎস আড়তদার সমবায় সমিতির ২০২০-২০২৩ ত্রি-বার্ষিক নির্বাচন । মঙ্গলবার ২০ই অক্টোবর সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটারদের ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট ১১ টি পদের জন্য প্রার্থী হন ২০ জন। তার মধ্যে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশন গঠন ও স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতার মধ্য দিয়ে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নির্বাচনী অনুষ্ঠানের প্রার্থীগণ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। ভোটারদের মধ্যেও ছিল উৎসাহ উদ্দিপনা ও সন্তোষজনক আভাস ।
মোট ৬৪ জন ভোটারের ভোটগ্রহণ শেষে বিকাল ৫ টায় ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম।
এতে সভাপতি পদে ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয় আলহাজ্ব সাব্বির আহমেদ, সহ-সভাপতি পদে ৩৮ ভোট পেয়ে বিজয়ী হন মোহাম্মদ জাবেদ, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় মোঃআরিফ খান, সহ-সাধারণ সম্পাদক পদে ৩১ ভোট পেয়ে বিজয়ী হয় বাবু নেপাল, সাংগঠনিক সম্পাদক পদে ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয় জিয়াউল ইসলাম, অর্থ সম্পাদক পদে ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয় ফরহাদ আহমেদ শিবলু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর ও প্রচার সম্পাদক পদে বিজয়ী হয় মোঃ রাসেল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমাজ কল্যাণ সম্পাদক পদে বিজয়ী হন মোহাম্মদ নওশাদ উল্লাহ শাওন এবং কার্যকরী সদস্য পদে ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয় মোহাম্মদ সালাহ উদ্দিন, ৪২ ভোট পেয়ে ইমন চৌধুরী ও ৩৪ ভোট পেয়ে শাকিব আহমেদ বিজয়ী হণ ।পরে বিজয়ীদের মাঝে মিস্টি বিতরন আনন্দ মিছিল ও খুশীর ঢল উপচে পড়ে।
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হতে পেরে আলহাজ্ব সাব্বির আহমেদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন , এ বিজয়ের মাধ্যমে আমি আমার নির্বাচনী ইশতেহার পুরন করার চেষ্টা করবো ,সেই সাথে মৎস আড়ৎদার ব্যবসায়ীদের সুখে দুখে পাশে থাকবো। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচনে জয়ী করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করছি।