নিজস্ব প্রতিবেদকঃ-
চট্টগ্রাম থেকে নিখোঁজ হওয়া সাংবাদিক গোলাম সারোয়ার সীতাকুণ্ডের কুমিরা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার হয়েছে।
আজ সন্ধ্যা সাড়ে ৭টার সময় সীতাকুণ্ড থানা পুলিশ খবর পেয়ে উপজেলার কুমিরা হাজীপাড়া ব্রীজের নিচ থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এ সংবাদ লিখা পর্যন্ত জানা যায়, উদ্ধারের খবর পেয়ে সিএমপি কোতোয়ালি থানার ওসি মহসিনসহ সিএমপি পুলিশের উর্ধতন কর্মকর্তারা সীতাকুণ্ড থানার উদ্দ্যেশে রওনা দিয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর ব্যাটারি গলির বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হওয়ার পর সাংবাদিক গোলাম সারওয়ার নিখোঁজ হন।
নিখোঁজের ৪ দিন পর আজ তাকে উদ্ধার করা হয়।