মুহাম্মদ আবু হেলাল, (শেরপুর ) :-
“মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর রোববার দুপুরে দিবসটি উপলক্ষে সদর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ওয়ালীউল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান। এসময় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ,জেড মোরশেদ আলী, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ডিপিসি সালাউদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, বিটিভির সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, যুব সংগঠক মমিন আকাশ, যুব প্রশিক্ষনার্থী শারমিন রহমান রাকা, সুমনা প্রমূখ।
অনুষ্ঠান শেষে ৯ জন প্রশিক্ষিত যুবদের মাঝে ৩লক্ষ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক ও প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।