নিজস্ব প্রতিবেদকঃ-
চট্টগ্রাম নগরীর সাগরিকা রোডে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও লক্ষাধিক টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত । রোববার সকালে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে সড়ক, নালা ও ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে মোট ১ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয় ।
সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এসময় কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত পাহাড়তলী ধানাধীন সাগরিকা রোডের সড়ক, ফুটপাত ও নালার উভয় পাশ অবৈধ দখলদারদের দখলে দেখতে পান। এইসব অবৈধদখলের মধ্যে বেশিরভাগ ছিল লোহার স্ক্র্যাপ ও বড় বড় পাইপের দোকান। ইতোপূর্বে বেশ কয়েকবার নগরীর বিভিন্ন স্থানে অবৈধদখলে থাকা স্থাপনা দখলকারীদের নিজ দায়িত্বে সরিয়ে নিতে বিজ্ঞপ্তি ও মাইকিং করে জানিয়ে দেয় সিটি কর্পোরেশন। এরপরও এসব স্থাপনা না সরানোয় অভিযান চালান চসিকের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ।