নিজস্ব প্রতিবেদকঃ-
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ঘাটফরহাদবেগস্থ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল হতে টেরি বাজার পর্যন্ত কয়েক শত অবৈধ সাইন বোর্ড উচ্ছেদ করা হয়েছে । শুক্রবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্বচ কর্মকর্তা মফিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সৌন্দর্যবর্দ্ধণ ও ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট রক্ষা করে চট্টগ্রামকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রতিবন্ধক হচ্ছে অপরিকল্পিত ও অবৈধ সাইন বোর্ড এবং স্থাপন। নগরীর অলিতে-গলিতে যেখানেই কর্পোরেশনের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে এবং যত্রতত্র সাইন বোর্ড স্থাপন করে নগরীর সৌন্দর্য্য বিনিষ্ট করা হচ্ছে এসকল এলাকায় পর্যায়ক্রমে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চলবে। এধরনের অনৈতিক কাজে সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থও নেয়া হচ্ছে।
অভিযানকালে টেরি বাজারের মাসুম ক্লাথ স্টোর, মেগামাট, রাজস্থান, পরশমনি, মোনালিসা, মনেরেখো, সারা ফ্যাশন, লীলাবালি, সানাই ফ্যাশন, সানট, ব্লু ওশান, বয়ান রেষ্টুরেন্ট অবৈধ সাইনবোর্ড গুলো উচ্ছেদ করা হয়।
এসময় উস্থিত ছিলেন রাজস্ব বিভাগের উপ-কর কর্মকর্তা আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ।