আবু হেলাল, (শেরপুর ):-
শেরপুর জেলার শ্রীবরদীতে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে শ্রীবরদী থানা পুলিশ। শনিবার ৭ নভেম্বর সকালে উপজেলার তাতিহাটী ইউনিয়নের চককাউরিয়া কৈয়াবিল এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক লুৎফর রহমান ওরফে শাহনাজ (৩০) চককাউরিয়া গ্রামের আমিনুল ইসলাম ওরফে তারা মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ৬ নভেম্বর রাত ৮ টার দিকে লুৎফর রহমান ওরফে শাহনাজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরত না আসায় তাঁর স্ত্রী মোছা: হেলেনা বেগম তার মোবাইলে ফোন দিলেও ফোন রিসিভ হয়নি। এরপর শনিবার সকাল ৬টার দিকে চককাউরিয়া কৈয়াবিল এলাকায় জনৈক ইব্রাহীম মিয়ার মাছের খামারের কাছে কাঁচা রাস্তার উপর ওই যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা।
পরে থানা স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: বন্দে আলী জানান , এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।