ফেনী প্রতিনিধিঃ-
পূর্ব শত্রুতার জেরে ফেনীর ফরহাদ নগরে শ্রমিকলীগ নেতা মনিরুল হোসেন (কমল) কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। তিনি ফেনী সদর উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও মধ্যম ফরহাদ নগরের কাবিল ভুঞা বাড়ীর বাসিন্দা। এ ঘটনায় মংগলবার কমলের স্ত্রী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে , সোমবার বিকেলে কমল তার বাড়ীতে অবস্থান করছিলেন। এসময় জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ আবু সুফিয়ানের নেতৃত্বে তার সহযোগী আবু ছায়েদ , শাহরিয়ার ও হায়দার হোসেনসহ ১০/১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী কমলের উপর হামলা করে হত্যার উদ্দেশ্যে তাকে কুপিয়ে জখম করে। ওইসময় হামলাকারীরা কমলের স্ত্রী মরিয়মকেও মারধর করে বলে অভিযোগ রয়েছে । তাদের শোর-চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।কমল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় কমলের স্ত্রী মরিয়ম আক্তার বাদি হয়ে হামলাকারীদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। কমল জানান, এর আগে গত ৫ জানুয়ারী ওইসব সন্ত্রাসীরা সে এবং তার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে। উক্ত ঘটনায় ফেনী আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে । ফেনী থানার ওসি আলমগীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে,আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।