নিজস্ব প্রতিবেদকঃ-
ধর্ম নিরপেক্ষতা স্বাধীন বাংলাদেশ সৃষ্টির অন্যতম নিয়ামক বলে উল্লেখ করে চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা হতে পারে, ধার্মিকতা নয়। ধর্ম চর্চা মানুষকে পরমত সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও বিনয় বোধ শেখায়। তাই প্রত্যেক মানুষেরই ধর্মানুশীলন করা কর্তব্য। এতে সামাজিক শৃংখলা গড়ে ওঠে, শান্তি প্রতিষ্ঠিত হয়। পক্ষান্তরে ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা সমাজকে অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দেয়। সম্প্রীতি বিনষ্টকারীরা দেশ, ধর্ম ও সমাজের শত্রু।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর ব্যবস্থাপনায় নগরীর প্রর্বতক মোড়স্থ ইসকন প্রর্বতক শ্রীকৃষ্ণ মন্দির কর্তৃক আয়োজিত শ্রী শ্রী অন্নকূট মহোৎসব ও শ্রীল প্রভুপাদ-এর ৪৩তম তিরোভাব উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন ।
তিনি আরো বলেন, ধর্মান্ধতামুক্ত শান্তিপূর্ণ, উন্নত, সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে দেশের সব ধর্মানুসারীরা বাঙালি জাতীয়তাবাদে কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি। এদেশ সম্প্রীতি বিনষ্টকারী, জঙ্গি ও ধর্ম ব্যাবসায়ীদের কখনোই প্রশ্রয় দিতে পারেনা। এখানে সকলেই নির্বিঘ্নে সকলের নিজ নিজ ধর্ম প্রতিপালন করবে। অন্তত, বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশকে ধর্মান্ধ রাষ্টে পরিনত হতে দেবেনা।
এ সময় তিনি আসন্ন চসিক নির্বাচনে আওয়ামী মনোনীত মেয়র পদপ্রার্থী হিসেকে তাঁকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে চট্টগ্রামের উন্নয়ন অগ্রযাত্রাকে আরো শানিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ইসকন সিলেট এর অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, সভাপতিত্ব করেন প্রবর্তক সংঘ চট্টগ্রামের সাধারন সম্পাদক তিনকড়ি চক্রবর্তী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকন চট্টগ্রামের ডিভিশনাল সেক্রেটারি শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, এছাড়াও অনেক হিন্দু নেতৃবৃন্দও এসময় সেখানে উপস্থিত ছিলেন।