নিজস্ব প্রতিবেদকঃ-
চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক উপজেলার চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তার ব্যক্তিগত গাড়িও ভাংচুর করা হয়।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে মিরসরাই উপজেলার নিজামপুর কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার আহত গিয়াস উদ্দিন জানান, বুধবার রাতে আমার এক কর্মীর বাড়িতে হামলা চালিয়ে দুটি মোটর সাইকেল পুড়িয়ে দেয় এবং ভাংচুর করা হয়। খবর পেয়ে আজ সকালে আমি তার বাড়িতে যাই। ফেরার পথে নিজামপুর কলেজের সামনে আমার গাড়িতেও অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।
পরে আহত গিয়াস উদ্দিনকে চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন মেডিকেলে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন।