ছাত্রলীগের কেন্দ্রিয় নির্বাহী সংসদের সাবেক উপ-পাঠাগার সম্পাদক ও ওমর গনি এম ই এস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শহীদ ছাত্রনেতা মহিম উদ্দিন মহিমের ১৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক র্যালি ও ফুল দিয়ে শ্রদ্ধা জানায় পাচলাইশ থানা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় পাচলাইশ থানা ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম ওয়াহিদের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইমরান হোসেন,রবিউল ইসলাম খুকু,আবদুল আল আহাদ, নুরুল বশর বিপলু,ওমর গনি,নিলয় সুকুল অনিক, শফিউল আজম মাহিন,রাহুল ভট্টাচার্য্য,মাসুম আহমেদ,কায়ুম আহমেদ সহ মুরাদপুর, শুলকবহর,অক্সিজেন এলাকার পাচঁলাইশ থানা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে বক্তব্য রাখেন তরুন রাজনীতিবিদ, পাচলাইশ থানা ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম ওয়াহিদ,তিনি বলেন-শহীদ ছাত্রনেতা মহিম চিরঞ্জীব, ছাত্র সমাজের চেতনার উৎস হয়ে চিরদিন বেঁচে থাকবে। বর্তমানে ছাত্র রাজনীতির অন্তিম সময়ে ছাত্র সমাজ মহিমের মত নির্ভীক, ত্যাগী ও সাহসী রাজনৈতিক কর্মীর অভাব অনুভব করছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সময়ে শহীদ ছাত্রনেতা মহিমের আদর্শ ছাত্র সমাজের মাঝে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।
তিনি আরো বলেন, ৯০’র স্বৈরাচারী এরশাদ ও ৯৬’র খালেদা বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ মহিম উদ্দিন যেভাবে ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় সেদিন আন্দোলনে সফলতা এসেছিল। চট্টগ্রামে স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরের সন্ত্রাস, দুর্বৃত্তায়ন ও নৈরাজ্যের বিরুদ্ধে শহীদ মহিম উদ্দিন সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। তার ত্যাগ, আদর্শ ও নিষ্ঠার রাজনীতি থেকে শিক্ষা নিয়ে বর্তমান ছাত্রসমাজকে এগিয়ে যেতে হবে।তারি ধারাবাহিকতা বজিয়ে রেখে চট্টগ্রামের ছাত্র সমাজের নেতৃত্বদানকারি হাজার হাজার ছাত্র যুবকের প্রানের স্পন্দন,ওমর গনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ/ছাত্র সংসদের জি,এস আরশাদুল আলম বাচ্চু ভাই শহীদ মহিম উদ্দিন মহিমের রাজনৈতিক চর্চা,শিক্ষা,আদর্শ ধারণের মাধ্যমে ছাত্রলীগকে পুনরায় সু-সংগঠিত করেছে বলে জানিয়ে শোক শ্রদ্ধা র্যালির সমাপ্তি ঘোষণার পাশাপাশি মোনাজাত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিঃ