ইকবাল হোসাইন, (চট্টগ্রাম) :-
চট্টগ্রাম নগরীতে ১৪ বছরের এক শিশুকে গলা কেটে হত্যা চেষ্টাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।আটককৃত ব্যক্তির নাম হেলাল।
মঙ্গলবার ৮ ডিসেম্বর দুপুরে নগরীর কোতোয়ালি থানাধীন নন্দনকানন কাটাপাহাড় লেইন এলাকা হতে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থনা পুলিশ।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির প্রাথমিক স্বীকারোক্তিতে জানা যায় সে ভাঙা ধারালো ব্লেইড দিয়ে ১৪ বছরের শিশুটির গলা কাটে। আহত শিশু ও আটককৃত ব্যক্তি দুজনেই পূর্ব পরিচিত।
গ্রেফতারকৃত হেলাল তিনপুলের মাথায় আমতলায় ভাসমান ভাবে বসবাস করে বলে যানা যায়। হেলাল গাম নেশায় আসক্ত বলেও উল্লেখ করেন পুলিশ। ঘটনাস্থল থেকে নেশার সরঞ্জাম এবং ব্লেইডটি উদ্ধার করা হয়।
ঘটনার সূত্রপাত সম্পর্কে পুলিশ জানায়, নেশাগ্রস্থ অবস্থায় হেলালের নিকট হতে ধার নেওয়া ১০০ টাকা ফেরত দেওয়ার বিষয় নিয়ে দুজনেই মারামারিতে লিপ্ত হয় এবং এক পর্যায়ে হেলালের নিকট থাকা ব্লেইড দিয়ে গলায় আঘাত করলে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুুুুুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন এর নেতৃত্বে এস. আই মৃনাল সহ সঙ্গীয় ফোর্স ১১ঃ৩০ মিনিটে হত্যাচেষ্টকারী হেলালকে এক ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।