নাসির উদ্দিনঃ-
পরিবেশ ছাড়পত্র/নবায়ন বিহীন ও শর্ত ভঙ্গ করার দায়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয় দুই ব্যক্তি/প্রতিষ্ঠানকে ৮ লক্ষ টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার ৮ ডিসেম্বর সরাইল ব্রাহ্মণবাড়িয়া মেসার্স শফিক ব্রাদার্স (প্রাইভেট লিমিটেড) কে নবায়ন/ বিহীন ও শর্ত ভঙ্গ করার দায়ে ৫ লক্ষ টাকা ও আশরাফ ব্রিকস (সদর ব্রাহ্মণবাড়িয়া) নবায়ন বিহীন এর দায়ে ৩ লক্ষ টাকা, মোট ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওই দুই প্রতিষ্ঠানকে পরিবেশ ও প্ররিবেশের ক্ষতিসাধন করায়,বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫/এর ধারা ৭ এর আলোকে উক্ত প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ আরোপ করা হয়।