আবু হেলাল, (শেরপুর প্রতিনিধি) :-
শেরপুরের নকলা উপজেলায় ২০২০-২১ অর্থ বছরের খরিপ-২ মৌসুমের রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে নমুনা হিসেবে এ শস্য কর্তন করা হয়। উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউসা ব্লকের কবুতরমারী এলাকার কৃষক মো. সুলতান মিয়ার ক্ষেতের পাকা ধান নমুনা হিসেবে কাটা হয়।
এ নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামার বাড়ির উপপরিচালক (ডিডি) কৃষিবিদ ড. মোহিত কুমার দে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. গোলাম রসূল, উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উপসহকারী কৃষি অফিসার (এসএএও) মো. আশরাফুল আলম ও কৃষক মো. সুলতান মিয়াসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপসহকারী কৃষি অফিসার (এসএএও) মো. আশরাফুল আলম জানান, চলতি মৌসুমে সুলতান মিয়ার রোপন করা রোপা আমন ধানের শস্য কর্তন শেষে শুকনা অবস্থায় মেপে ধান পাওয়া গেছে প্রতি হেক্টরে ৬.২০ মেট্রিকটন; যা চাউলে হিসেব করলে প্রতি হেক্টরে উৎপাদন হবে ৪ মেট্রিকটন বলে তিনি জানান। উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, চলতি আমন মৌসুমে উপজেলায় মোট ১২ হাজার ৪৫০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে।
এরমধ্যে হাইব্রিড জাতের ধান চাষ করা হয়েছে ২ হাজার ৫০ হেক্টর জমিতে, উফশী জাতের ধান চাষ করা হয়েছে ৬ হাজার ৪৪০ হেক্টর জমিতে ও স্থানীয় জাতের ধান চাষ হয়েছে ৩ হাজার ৯৬০ হেক্টর জমিতে।