মাননীয় প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি-স্বরাষ্ট্রমন্ত্রী-পুলিশ-প্রশাসন সংশ্লিষ্ট সবাই দয়া করে মানবাধিকার মুখে নয় কাজে প্রমাণ করুন। মানবাধিকার রক্ষায় পুলিশ-প্রশাসনের দুর্নীতি থামান তা না হলে জনগন ঘুড়ে দাঁড়াতে বাধ্য হবে বলে মন্তব্য করেন নতুনধারা বাংলাদেশ (এনডিবি )’র চেয়ারম্যান মোমিন মেহেদী ।
আজ ১০ ডিসেম্বর সকাল ১০ টায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে হোটেল মুক্তি মিলনায়তনে অনুষ্ঠিত ‘ঘুরে দাঁড়াবো আবার সবার জন্য মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ।
সংগঠনটির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার রবীন্দ্র চন্দ্র বাড়ৈ,ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী, মহাসচিব নিপুন মিস্ত্রী, সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার দিবসে সরকার প্রধানের কাছে একটাই দাবী বিচারের সংস্কৃতি তৈরি করুন। ধর্ষণ-খুন-নির্যাতন প্রতিরোধে পুলিশ-প্রশাসনে দুর্নীতি থামান।
সংবাদ বিজ্ঞপ্তিঃ
Discussion about this post