অথইপ্রু মারমা:-
নগরীর ইপিজেড এলাকার বেশ কিছু অংশে গ্যাস না থাকায় দুর্ভোগে ভোগছে ইপিজেড এলাকাবাসী। জানা গেছে, ২৩ জুন রবিবার বিকেলে কিছু অনশে হঠাৎ গ্যাস সরবরাহ বন্দ্ধ ছিল। এতে বিপাকে পড়তে হয় অনেককে।
ওই এলাকার এক মহিলা বাসিন্দা শুভ সকালকে জানান,সারাদিন বিরামহীন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে রান্নার সময় যদি গ্যাস না থাকে তখন রাগের ভাষায় কাউকে বুঝানো যাবেনা। বাসায় ফিরেও অশান্তি।
হঠাৎ গ্যাস না থাকায় খিদে পেটে দুটো ভাতে খিদা মিটাতে তাদের আরও কষ্ট করতে হয়। বিল্ডিং নিচে খোলা মাঠ থাকায় সেখানে যে যেভাবে পারে কাঠ, বাঁশে শুকনো সংগ্রহ করে রান্না করতে থাকে।এ যেন এক বনভোজন।