নাচোল প্রতিনিধিঃ –
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ৯.০০টার সময় নাচোল মধ্যেবাজর আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নাচোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামীলীগের নাচোল উপজেলা ও পৌর শাখা।
উপজেলা আওয়ামীলীগে সহ সভাপতি আব্দুর রাকিব মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা আওমীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, এসময় আরো উপস্থিত ছিলেন নাচোল পৌর আওয়ামীলীগে সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল সদর ইউপির আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক আব্দুস ছালাম, কসবা ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুর সাত্তার,সাধারন সম্পাদক আজিজুর রহমান, ফতেপুর ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম,নেজামপুর আওয়ামীলীগ নেতা নিতাই চন্দ্র বর্মন, উপজেলা যুবলীগের সভাপতি হারুন আর রশিদ,সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ বাবু, উপজেলা যুবলীগের নেতা তরিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগের সভাপতি কাবুল, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মন্জুর আনসারী, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক উজ্জল,সাবেক ছাত্রলীগের সভাপতি জাবিরসহ নেত্রীবৃন্দ।