নিজস্ব প্রতিবেদকঃ-
নোয়াখালির কোম্পানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার দৈনিক বাংলাদেশ সমাচার ও বার্তা বাজারের প্রতিনিধি উদীয়মান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির’র হত্যাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চট্টগ্রাম জেলা ও বিভিন্ন সাংবাদিক সংগঠন ।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয় ।
সাংবাদিক এম এ আশরাফ এর সঞ্চালনায় বিএমএসএফ চট্টগ্রাম জেলার সাঃ সম্পাদক জুনায়েদ হাসান’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রধান, এস এম আজিজ । আরো বক্তব্য রাখেন , চট্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাঃ সম্পাদক রফিকুল ইসলাম , সাংবাদিক শহিদুল ইসলাম , সাংবাদিক আবুল কালাম সহ আরো অনেকেই।
এ সময় বক্তারা নোয়াখালির কোম্পানীগঞ্জে উদীয়মান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির’র নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবী জানান এবং সেই সাথে সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবী ও অন্যথায় কঠোর কর্মসূচীরও হুঁশিয়ারি দেন বক্তারা ।
মানবনববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএমএসএফ সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ সোহেল, অর্থ সম্পাদক, আব্দুল কাদের রাজু, যুগ্ম সম্পাদক মোঃ হোসেন, সহ অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাত কাজল, সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন ও অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
Discussion about this post