মুহাম্মদ আবু হেলাল, (শেরপুর প্রতিনিধি ):-
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে দুলু পাগলা নামে ১ ব্যাক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ী নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে।
এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায়,উপজেলার নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত জোরান মিয়ার ছোট ছেলে মো.দুলু মিয়া( ৪৮) গত কয়েক বছর ধরেই মানসিক ভারসাম্যহীণতায় ভূগছিলেন। তার পর থেকেই সে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত। ঘটনার দিন দুপুরে দুলু মিয়া মধুটিলা ইকোপার্কে ধাপ সিড়ি বেয়ে উচু পাহাড়ে উঠার সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়। দুলু মিয়ার স্ত্রী ও ২টি সন্তান রয়েছে। সে শারীরিক ভাবে দূর্বল ছিল।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত লোকটি অসুস্থ ছিল,দুপুরে মধুটিলা ইকোপার্কের উচু টিলায় উঠার সময় স্বাভাবিক অবস্থায় মারা যায়। কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।