সেচ্ছাসেবী সংগঠন বঞ্চিত নারী শিশু অধিকার ফাউন্ডেশন ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি প্রতিনিধি টীম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে যান। আজ সোমবার সকাল ১১ টায় এই পরিদর্শনে যান সংগঠনগুলো ।
পরিদর্শনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষে নেতৃত্ব দেন সার্কের চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ সভাপতি রোটারিয়ান এস এম আজিজ এবং বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে নেতৃত্ব দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।
এই সময় মেডিকেলে রোগীদের সু চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে CMCHএর ডাইরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন ও ডেপুটি ডাইরেক্টরে ডাঃ আফতাব এর সাথে আলোচনা করা হয়। এই সময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ রোগীদের বিভিন্ন বিষয়াদি খোঁজখবর নেন।
আরো উপস্থিত ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম এ আশরাফ উদ্দিন, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোঃ আব্দুল কাদের রাজু, সহ সভাপতি মোঃ বিল্লাল হোসাইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুল আলম প্রিন্স, আইন বিষয়ক সম্পাদক ওমর ইমতিয়াজ হায়দার, ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফ ফয়েজ মোঃ রাসেল, মোহাম্মদ সোহাগ সহ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিঃ