নিজস্ব প্রতিবেদকঃ-
বহুল আলোচিত ভিআইপি পতিতালয় চট্টগ্রাম নগরীর খুলশীথানাধীন (আলম গেস্ট হাউজ) এর কর্মচারী আক্তার হোসেন (২৭) কে ৫০পিস ইয়াবা সহ আটক করেছে খুলশীথানা পুলিশ।
শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে খুলশী থানা পুলিশ তাকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে । ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছে খুলশী থানা পুলিশ ।
তথ্য সূত্রে জানা গেছে , বিক্রয়ের উদ্দেশ্যে আক্তার হোসেন খুলশীথানাধীন জাকির হোসেন রোডস্থ হলি ক্রিসেন্ট হাসপাতাল এর সামনে অবস্থান করছিলো এমন তথ্যের ভিত্তিতে খুলশী থানা পুলিশ অভিযান পরিচালনা করে । এসময় অভিযানে ৫০পিস ইয়াবা সহ আক্তারকে আটক করতে সক্ষম হয় খুলশীথানা পুলিশ।
জানা গেছে, আটককৃত আসামি খুলশী ৪ নং জমির হাউজিং এর কর্মচারী ছিলো। এর পর সে নগরীর খুলশীথানাধীন বহুল আলোচিত হাবিব লেইন ভারতীয় দূতাবাসের পশ্চিম পাশে বর্তমানে-মায়া কুঞ্জ বিল্ডিং (আলম গেস্ট হাউজ) যোগ দেয় এবং উক্ত বিল্ডং এ স্থায়ী কর্মচারী হিসেবে কাজ করতো।
উল্লেখ্য আলোচিত আলম গেস্ট হাউজ নগরীর ভি আই পি পতিতালয় হিসেবে চিহ্নিত , যা নিয়ে একাধিকবার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় প্রতিবেদন হয়েছিল এবং তা নিয়ে প্রচুর সমালোচনাও হয়েছিল ।