বাঁচতে চায় ”জুই” । বোনম্যারো ফেইল রোগে আক্রান্ত জুইকে বাঁচাতে এগিয়ে আসার আকুল আবেদন জানিয়েছে জুইয়ের পরিবার ।
এই রোগে আক্রান্ত হওয়ার কারনে জুইয়ের শরীরে রক্ত উৎপাদন ক্ষমতা কমে গেছে । তাকে বাঁচাতে হলে প্রয়োজন উন্নত চিকিৎসার । আর এই চিকিৎসা খরচ ব্য্যবহুল । যা প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকার প্রয়োজন ।
তার বাবা একজন পাঠাও বাইক রাইডার । তার পক্ষে এত টাকা জোগাড় করা কোনমতেই সম্ভব নয় । তাই সকল বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন জুইয়ের বাবা আরমান হোসেন ।
তার চিকিৎসার জন্য আপনিও সহযোগীতার হাত বাডিয়ে দিন । আপনার সহযোগীতায় বাঁচতে পারে জুই ।
সাহায্য পাঠানোর ঠিকানা ,
ইউনিয়ন ব্যাংক লিঃ ( হালিশহর শাখা ), মোহসিন হোসেন পারভেজ , একাউন্ট নং- ০৩২১১১০০২২৭০৯
ইসলামি ব্যাংক লিঃ ( পাহাড়তলী শাখা ), মোহসিন হোসেন পারভেজ , একাউন্ট নং- ২০৫০২০২০২০৪৪১১৬০৮
বিকাশঃ ০১৮৬১-০১৬০৬০ ( পার্সোনাল )
০১৭০৫-০২৩৪২৯ ( পার্সোনাল )
নগদঃ ০১৮৬১-০১৬০৬০ ( পার্সোনাল )
Discussion about this post