আবুল কালাম আজাদ:-
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে স্বাধীনতাবিরোধী বিএনপি, জামায়াতের ধ্বংসাত্মক তান্ডবের প্রতিবাদে চট্রগ্রাম ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য এম আর আজিমের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৮ মার্চ রবিবার সকাল ১১টায় চট্রগ্রাম প্রেসক্লাব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক আবু সায়েদ সুমন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দীন মোর্শেদ, চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের সহ- সভাপতি একরামুল হক রাসেল, সহ-সম্পাদক সাব্বির সাকির সহ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করে, পরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে স্বাধীনতাবিরোধী বিএনপি, জামায়াতের ধ্বংসাত্মক তান্ডবের বিপক্ষে প্রতিবাদী বক্তব্য রাখেন এম আর আজিম।
তিনি বলেন, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য যখনই বিদেশী সরকার ও রাষ্ট্রীয় প্রধানরা বাংলাদেশে আসছেন তখনই এদেশের স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি, জামায়াতরা ষড়যন্ত্র করে এবং আইনশৃঙ্খলাবাহিনীদের গাড়ি ভাংচুর করে তাদের মারধর করে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করেছে। এভাবে তারা বাংলাদেশের স্বাধীনতার অপহরণ করতেছে। তাই আমরা চট্টগ্রামবাসী সর্বদা আমাদের নেতা আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরীর দেখানো পথে ঐক্যবদ্ধ হয়ে নৈরাজ্যকারী ও স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধ রুখে দাঁড়াবো ইনশাল্লাহ।
এছাড়া তিনি গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার দৃশ্যমান উন্নয়নের অগ্রযাত্রার কর্মযজ্ঞের কথা তুলে ধরেন।