জুনায়েদ হাসানঃ-
চট্টগ্রাম নগরীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিলে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয় । সংঘর্ষের ঘটনায় বিএনপি ১৫ নেতা কর্মীকে আটক করে পুলিশ। ২৯ মার্চ সোমবার বিকেল ৩ টার দিকে নগর বিএনপির নাসিমন ভবন চত্বরে এ ঘটনা ঘটে।
নগর বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে জানা যায় , বিএনপির পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাসিমন ভবন চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে মহানগর বিএনপি। এসময় পুলিশ তাদের বাধা দেয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃস্টি হয়।
প্রত্যক্ষুদর্শীরা জানিয়েছে দুপুর ৩ টার দিকে বিএনপির বিক্ষোভ মিছিল দেখা যায় , এর কিছুক্ষন পর বিএনপি কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পালটা ধাওয়া শুরু হয় । পরে ব্যপক সংঘর্ষ দেখা যায় এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভ কারিরা ।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান সাংবাদিকদের জানান, পুলিশ দেখে বিক্ষোভকারিরা হঠাৎ হামলা চালায়। এতে ৫-৬ জন পুলিশ সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি ।