আব্দুল গফুরঃ-
সারাদেশে চলছে কড়া লকডাউন , তবে এর আওতায় নেই দেশের শিল্পাঞ্চল্গুলো । এসব এলাকায় পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার কথা থাকলেও মানা হচ্ছেনা কিছুই। স্বাস্থ্যবিধি মেনে চলতে সার্বক্ষণিক মাইকিং করতে শুনা গেলও অনেকেই মনে করছে এটা একরকম “গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো। তারা বলছে এতো হাজার-হাজার শ্রমিকের মাঝে স্বাস্থ্যবিধি মানানো আদৌ সম্ভব নয়।
লকডাউনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৫ এপ্রিল ) সকাল সাড়ে ৬ টায় চট্টগ্রাম ইপিজেড এলাকায় এমন উদাসীন দৃশ্য দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে সামাজিক দূরত্ব ছাড়াই হাজার-হাজার শ্রমিককে শিল্পাঞ্চলে প্রবেশ করতে, এছাড়া বেপজার একজন নিরাপত্তা কর্মীকে দেখা যাচ্ছে মুখে মাস্ক বিহীন দাড়িয়ে থাকতে।