মোহাম্মদ আব্দুল গফুর:-
চট্টগ্রাম ইপিজেড এলাকার বেপজা মেডিকেলের সামনের প্রবীন বটগাছটি আর নেই। সংস্কার কাজের অজুহাতে নির্দয় ভাবে গাছটি কেটে ফেলেছে কর্তৃপক্ষ। বিশাল আকারে ডাল-পাতা মেলা এই গাছটির দেখা মিলবেনা আর কখনো, ছড়াবেনা শীতল ছায়া।
বেপজা মেডিকেলের সামনে হওয়ায় গাছটির সাথে বন্ধুত্ব হয়নি এমন কোন শ্রমিক ইপিজেডে নেই, এমন কেউ নেই যে, গাছটির শীতল ছায়া একবারের জন্যও উপভোগ করেনি। বৃষ্টির দিনে অনেককেই দেখা যেত দৌড়ে এসে এই প্রবীন গাছটির নিচে আশ্রয় নিতে।
গাছটি কাটতে দেখে অনেকেই দুঃখ করে বলেছে সংস্কারের অজুহাতে এতো প্রবীন একটি বটগাছ এভাবে নির্দয় ভাবে কেটে ফেলা বেপজা কর্তৃপক্ষ একেবারেই উচিত হয়নি। তার এটাকে বেপজা কর্তৃপক্ষের পরিবেশ বিরোধি কাজ বলেও মন্তব্য করছে অনেকেই। আবার অনেকে বেপজা কর্তৃপক্ষের এমন নির্দয় কর্মকাণ্ডে পরিবেশবাদীদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
এদিকে চট্টগ্রাম ইপিজেড এলাকায় সরজমিনে গিয়ে দেখাগেছে, বিভিন্ন জায়গায় এমন আরো বড়-বড় গাছ কাটা অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে।